দিনাজপুরের কাহারোলে বিএনপির কার্যালয়ে আগুন

দিনাজপুরের কাহারোলে বিএনপির কার্যালয় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
কাহারোল উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাঈদ বাবু বলেন, ‘এই আগুন লাগার সাথে আওয়ামী লীগ ফ্যাসিবাদেরা জড়িত বলে আমি মনে করি।’
এ ব্যাপারে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলমান রয়েছে।
(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন