১২ বছর পর আবারও সান্তোসের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩
অ- অ+

শৈশবের ক্লাব সান্তোসে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন পর্ব সেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফেরাটা সেভাবে স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। যদিও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। আর তার দলও এই ম্যাচে জয়ের দেখা পায়নি।

প্রায় ১২ বছর ইউরোপ ও এশিয়া মাতিয়ে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ৩৩তম জন্মদিনের দিন সান্তোসের হয়ে মাঠে নেমেছেন তিনি। নেইমারের নামার সময় সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

নেইমার ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে বসে। প্রথমার্ধে টিকিনিও সোয়ারেসের পেনাল্টি গোলে সান্তোস এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন তিনি। তবে ১৬ মাস পর প্রথমবার মাঠে নেমে প্রত্যাশিত জাদু দেখাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

৬৭তম মিনিটে আলেকজান্দ্রে দে জেসুস গোল করে বোটাফোগোকে সমতায় ফেরান। এরপর ৭১তম মিনিটে নেইমারের বিপক্ষে ফাউল করায় ওয়ালিসন লাল কার্ড দেখেন, তবে একজন বেশি নিয়ে খেলেও সান্তোস আর গোলের দেখা পায়নি।

ম্যাচের পর নেইমার তার আবেগ প্রকাশ করে বলেন, ‘আপনি যখন কিছু ভালোবাসেন, তখন অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়। আমি সান্তোসকে অনেক ভালোবাসি। আজ যখন মাঠে নামলাম, তখনকার অনুভূতি সত্যিই বর্ণনাতীত।’

খেলার কঠিন বাস্তবতা নিয়েও তিনি কথা বলেন, ‘আমি বাবাকে বলেছিলাম, ম্যাচটা সহজ হবে না। প্রতিপক্ষ রক্ষণে শক্ত অবস্থান নেয়, প্রচুর চ্যালেঞ্জ তৈরি করে। তাদের একটা সুযোগ এসেছিল, আর ওরা সেটাই কাজে লাগিয়েছে। আমার ধৈর্য ধরতে হবে, অনুশীলন করতে হবে।‘

ইউরোপ যাওয়ার আগে সান্তোসের হয়ে ৬টি শিরোপা জিতেছিলেন নেইমার। যার মধ্যে রয়েছে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস শিরোপা। সেই সময় বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের একজন ধরা হতো তাকে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি-তে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর (সে সময়ের বাজারমূল্যে ২৬ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে পিএসজিতে যোগ দেন।

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সই করেন নেইমার। তবে সেখানে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয় নেইমারকে।

এবার আগামী বছরের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে হলে তার ভালো পারফর্ম করতে হবে যা সবার জানা। এখন দেখার বিষয় ব্রাজিলে নেইমার নিজের পুরনো রূপে ফিরতে পারেন কিনা।

(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা