নজরদারিতে ছিলেন সোহানা সাবা, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

মধ্যরাতে আটকের পর রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। কয়েকদিন ধরে তিনি নজরদারিতে ছিলেন বলে জানিয়েছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে সোহানা সাবাকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ‘অভিনেত্রী সোহানা সাবার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।’
এর আগে একই দিন একই এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে আটক হন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবা ও শাওন দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। দলটির মনোনয়নও চেয়েছিলেন।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন