ক্রিকেটে অসামান্য অবদান: তামিম ইকবালকে আজ সম্মাননা দেবে বিসিবি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে সম্মাননা পেতে চলেছেন জাতীয় দলের সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। দেশের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বাঁ-হাতি এই ব্যাটারকে সম্মাননা জানানো হবে।

আজ (শুক্রবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস।

বিসিবি থেকে জানানো হয়েছে, বিপিএলের এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর আগে তামিম ইকবালের হাতে সম্মাননা হিসেবে স্মারক তুলে দেওয়া হবে।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিংয়ের সব রেকর্ডের মালিক তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। চলতি বিপিএলে তামিমের নেতৃত্বে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। গত আসরে তার অধীনেই শিরোপা জিতেছিল দলটি।

আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ৭০টি টেস্ট ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ৩৮.৮৯ গড়ে রান করেছেন ৫ হাজার ১৩৪। যার মধ্যে ১০টি শতক এবং ৩১টি অর্ধশতক। রয়েছে একটি দ্বিশতকও। সাদা পোশাকে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ২০৬।

প্রায় দেড় যুগের ক্যারিয়ারে ২৪৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন দেশসেরা এই ব্যাটার। ৩৬.৬৫ গড়ে রান করেছেন ৮ হাজার ৩৫৭। যার মধ্যে ১৪টি শতক এবং ৫৬টি অর্ধশতক। ৫০ ওভারের এই ফরমেটে তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৫৮।

এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটেও ড্যাশিং এই ওপেনারের রয়েছে শতক। ২০১৬ সালে ওমানের বিপক্ষে একটি ম্যাচে ১০৩ রান করে নটআউট ছিলেন তিনি। অর্ধশতক রয়েছে সাতটি। ক্যারিয়ারে ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে তামিম রান করেছেন ১ হাজার ৭৫৮।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা