মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫
অ- অ+

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটের পূর্ব উত্তর পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ থানা পুলিশ।

নৌ পুলিশ জানায়, ওই ব্যক্তির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় বিষয়টি জানায়। পরে থানার উপ পরিদর্শক (এসবআই) বিল্লাল আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি মুসলিম। পরনে কালো রঙের প্যান্ট এবং গায়ে সাদা আকাশি প্রিন্টের ফুল হাতা শার্ট পরা অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লম্বা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি। চুলের রং পুরো মাথা খালি সাইডে আংশিক চুল আছে কালো।

চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এস ইকবাল বলেন, এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত দাফনের জন্য মরদেহ আনজুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা