বিপিএলের ফাইনালে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। টানা দ্বিতীয় আসরের শিরোপা জয়ের লক্ষ্যে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচে বরিশালের একাদশে নেই নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম।
শুধু ফাইনালের জন্যই নিশামের সঙ্গে চুক্তি করেছে ফরচুন বরিশাল। এসএ২০ খেলে বৃহস্পতিবার দক্ষিণ আফিকা থেকে সরাসরি ঢাকায় আসেন কিউই তারকা। কিন্তু তড়িঘরি করে ঢাকায় আসলেও ফাইনাল খেলা হচ্ছে না তার। তাকে বাদ দিয়েই যে নেমেছে তামিম ইকবালের দল। বরিশালের একাদশে চার বিদেশির মধ্যে আছেন দাউভিদ মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি ও মোহাম্মদ আলী।
চিটাগংয়ের ফাইনালে উঠার নায়ক আলিস আল ইসলাম। খুলনার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মাত্র ৭ বলে ১৭ রান করেন তিনি। শেষ বলে ৪ লাগার ম্যাচে ৪-ই মারেন কিংসের রহস্য স্পিনার। চোটের কারণে এই তারকা ফাইনালে খেলছেন না, দ্বিতীয় কোয়ালিফায়ারে চোট পেয়েছিলেন তিনি।
চিটাগংয়ের একাদশের চার বিদেশি হলেন- খাজা নাফে, হুসাইন তালাত, গ্রাহাম ক্লার্ক ও বিনোরা ফার্নান্দো।
চিটাগং একাদশ মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, খাজা নাফে, হুসাইন তালাত, শামিম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনোরা ফার্নান্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম ইসলাম।
বরিশাল একাদশ তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, দাউভিদ মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী।
ঢাকাটাইমস/০৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন