ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৭
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫। শনিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ ম্যারাথন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশ নেবেন।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ম্যারাথনে ১০টি দেশ হতে বেশকয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন। এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথনের আসর হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশ নেবেন।

ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে।

প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে- ম্যারাথন (৪২ দশমিক ২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি।

আইএসপিআর আরও জানায়, এই বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা, এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।

ম্যারাথন উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক-

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য যানবাহনগুলোকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণি অভিমুখে) ব্যবহারের জন্য অনুরোধ করেছে আইএসপিআর।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা