লক্ষ্মীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা 

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭
অ- অ+

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে কমলনগরের চর লরেন্স গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল করিম কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

জানা যায়, মিছিল শেষে সাবেক ইউপি সদস্য নুরুল করিম, প্রবাসী মোস্তাফিজ হাওলাদার, ইসমাইল হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান, রোকন উদ্দিন, সেলুন দোকানি আরিফ হোসেন বক্তব্য দেন। তারা নুরুল করিমের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা, দখলসহ হয়রানির অভিযোগ করেন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে কমলনগরের চর লরেন্স গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, নুরুল করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবি ব্যাংকের ইফতার মাহফিল
ধর্ষণ নিয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
ঘাটাইলে আগুনে ৯ দোকান পুড়ে ছাই
বাংলাদেশে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা