ভারতের বিপক্ষে ম্যাচে হামজাসহ একাধিক প্রবাসী ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২
অ- অ+

বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষা ফুরোতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত শেফিল্ড ইউনাইটেডের হামজা দেওয়ান চৌধুরি। আসন্ন এএফসি এশিয়ান কাপ-২০২৭ কোয়ালিফায়ার্সে লাল-সবুজ জার্সিতে খেলতে নামবেন ব্রিটেনে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা এই ফুটবলার।

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপ বাছাই পর্ব। সেই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৮ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। বাফুফের এই তালিকায় রয়েছেন শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরি। তাকে নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবার পথে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাফুফের দলের তালিকায়।

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে। রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত ৩৮ ফুটবলারের মধ্যে একটি নতুন নাম ফাহমেদুল ইসলাম। ইতালি প্রবাসী এই ফুটবলার ফরোয়ার্ড হিসেবে ইতালিয়ান ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলেন। বাফুফে এমন তথ্যই দিয়েছে।

৩৮ জনের মধ্যে বসুন্ধরা কিংসের সর্বাধিক ১৪ জন ফুটবলার রয়েছেন। বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে না থাকলেও জাতীয় দলে তাদের খেলোয়াড়দের আধিক্যই বেশি প্রাথমিক তালিকায়। শুধু দেশি ফুটবলার নিয়ে খেলা আবাহনী থেকে আছেন আট জন। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভূইয়া ঘরোয়া ফুটবল খেলেননি। এরপরও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন।

রহমতগঞ্জের হয়ে জাতীয় দলের এক সময়ের ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন এবার ভালো পারফরম্যান্স করেছেন। ৩৮ জনের মধ্যে তাকে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক দলের কিছু নাম না থাকা ও কিছু অর্ন্তভুক্তি নিয়ে প্রশ্ন রয়েছে। হ্যাভিয়ের ঢাকার বাইরে অবস্থান করায় এ নিয়ে কিছু জানা যায়নি। ক্যাম্প শুরুর সময় অবশ্য খেলোয়াড় তালিকা নিয়ে তিনি উত্তর দেবেন বলে জানা গেছে। ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে।

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে পরিস্থিতি ভয়াবহ, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সবাই গোপালগঞ্জে আসুন, বাঁচলে মুজিববাদের কবর রচনা করে ফিরব: সারজিস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করবে এনসিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা