পাবনা কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টুসহ ৩ বিএনপি নেতাকর্মী কারামুক্তি পেলেন।
রবিবার দুপুরে জেলা কারাগার থেকে এসব নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়। জেল গেটে নেতাকর্মীদের পথচারণায় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেয়েছি। সঠিক ন্যায়ের পথে দলকে আরো সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বানও জানান বক্তারা।
পরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে ঈশ্বরদী গিয়ে শেষ হয়।
(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন