পিরোজপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫
অ- অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রবিবার রাতে জেলার আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ নভেম্বর বিএনপির একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লো পোস্টার ছিঁড়ে ফেলে লাগাতে বাধা দেয়। এ সময় তারা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের ওপর হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় পুলিশ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে পিরোজপুর কোর্টে প্রেরণ করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হোসেন জানান, বর্তমানে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে। তাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা