চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই আম্পায়ার সৈকত, বাংলাদেশ পেল যাদের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪
অ- অ+

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।

যেখানে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই ম্যাচসহ গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকবেন সৈকত।

সৈকতের সঙ্গে উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো। এছাড়া সৈকত-কেটেলবোরোর সঙ্গে উদ্বোধনী ম্যাচে জো উইলসন টিভি আম্পায়ার, অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ার এবং অ্যান্ড্রু পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে থাকবেন।

এই ম্যাচ ছাড়াও বাংলাদেশি আম্পায়ার সৈকত গ্রুপপর্বের আরও ৩টি ম্যাচের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে আরও একটি ম্যাচে অন-ফিল্ড, এক ম্যাচে চতুর্থ এবং আরেক ম্যাচে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার, ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচে জো উইলসনের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার এবং ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। এ ছাড়া রিচার্ড এলিংওর্থ টিভি আম্পায়ার, মাইকেল গফ চতুর্থ আম্পায়ার ও ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা। এ ছাড়া ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক।

আগামী ২ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব। এরপর ৪-৫ মার্চ সেমিফাইনাল এবং ৯ মার্চ ফাইনাল দিয়ে মেগা টুর্নামেন্টটির পর্দা নামবে। সেমিফাইনাল ও ফাইনাল তিনটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। এবারের আসরে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। তাদের ম্যাচে স্বভাবতই ভারতের আম্পায়ার থাকবেন না, ফলে পাকিস্তানে হওয়া ম্যাচেও দেশটির কোনো আম্পায়ার যান কি না সেটাই দেখার ছিল। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না কোনো ভারতীয় ম্যাচ অফিসিয়াল।

আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফনি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, এহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ ও জো উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
রাজশাহীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা