নাইক্ষ্যংছড়িতে বিজিবির অনুদান পেল ৪০ মেধাবী শিক্ষার্থী

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৭| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২০
অ- অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি)-এর শিক্ষাবৃত্তি পেয়েছেন ৪০ গরীব মেধাবী শিক্ষার্থী।

মঙ্গলবার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন জোন কমান্ডার লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আমরা এই মানবিক উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, আশা করি এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে অনেকে পরিবারের হাল ধরবেন এবং অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবেন এবং পরিবারের পাশে থাকবেন।

বিজিবি সূত্র জানা গেছে, গরীব ও বেকার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ এবং নতুন একটা কম্পিউটার কোর্সের ব্যাচ চালু করা হয়েছে।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জোনের উপ অধিনায়ক, বিজিবির সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, আর্থিক অনুদান গ্রহণকারী ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা