নাইক্ষ্যংছড়িতে বিজিবির অনুদান পেল ৪০ মেধাবী শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি)-এর শিক্ষাবৃত্তি পেয়েছেন ৪০ গরীব মেধাবী শিক্ষার্থী।
মঙ্গলবার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন জোন কমান্ডার লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
তিনি আরও বলেন, আশা করি এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে অনেকে পরিবারের হাল ধরবেন এবং অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবেন এবং পরিবারের পাশে থাকবেন।
বিজিবি সূত্র জানা গেছে, গরীব ও বেকার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ এবং নতুন একটা কম্পিউটার কোর্সের ব্যাচ চালু করা হয়েছে।
অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জোনের উপ অধিনায়ক, বিজিবির সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, আর্থিক অনুদান গ্রহণকারী ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন