বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল লোপাটকারী চক্রের দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতরা হলেন, শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)।
মঙ্গলবার বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। এদিন রাতে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত ১৭ জানুয়ারি কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ও গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে আগত প্রবাসী আরিফ প্রমানিক বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকায় অবস্থানকালে সুকৌশলে কে বা কারা তাদের সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী দুইজনই এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন।
পরবর্তীতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের দুই সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে আজ মঙ্গলবার শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করলে তাদেরকে আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয়। আটককৃত দুজনই জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপরাধের কথা এয়ারপোর্ট আর্মড পুলিশের কাছে স্বীকার করে এবং ছিনিয়ে নেওয়া ব্যাগ ফেরত দেয়।
পরবর্তীতে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদের বিমানবন্দরস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযুক্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় প্রবাসী মানিক খান বলেন, এই টাকা ও ব্যাগের আশা আমি পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম। একটি অভিযোগের প্রেক্ষিতে এতোদিন পরে আমাকে ডেকে আমার চুরি করা মালামাল ফেরত দিবে এটা সত্যিই আমাকে বিমোহিত করেছে। প্রবাসী হিসেবে দেশের পুলিশ নিয়ে গর্ববোধ হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, ‘অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করে আসছে। আমরা বিমানবন্দর ঘিরে সকল অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন