কনটেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়ি পুড়িয়ে দিল কারা?

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪
অ- অ+

নানা ঘটনা নিয়ে কনটেন্ট বানিয়ে ভাইরাল বনে যাওয়া নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় তার পৈতৃক ভিটা। মঙ্গলবার মধ্যরাতে সেই বাড়িই পোড়ানো হয়েছে। তবে কারা এবং কেন এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কাফি লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্না-ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, ‘রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে আনি। পাশের গোয়াল ঘরটা বাঁচাতে পেরেছি। বাড়ির সবাই নিরাপদে এবং অক্ষত আছে।’

২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন কাফি। বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করেন তিনি। তার ভিডিওগুলোয় হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সময়ের সংকটময় পরিস্থিতিসহ অসামঞ্জস্য, অসংগতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ থাকে।

গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন কাফি। শেখ হাসিনার পতনের পর তাকে রাস্তায় নেমে উল্লাস করতেও দেখা গেছে।

সম্প্রতি একুশে বইমেলায় নিজের লেখা বই প্রকাশ করে আলোচনায় আসেন কাফি। বইয়ের স্টলে এক বান্ধবীর হাত ধরে ছবি তোলা এবং ভিডিও করার জেরে সমালোচনার মুখেও পড়েন। অবশ্য তার জন্য এরইমধ্যে দুঃখপ্রকাশ করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চব্বিশের শহীদ ও নির্যাতিত পেশাজাবীদের পরিবারকে সম্মাননা দেবে বিএনপি
হজ থেকে ফিরেছেন ৬৫৫৭৩, এখনো বাকি ২১৫৮৪ জন
ধামরাইয়ে কনের নাচে বিয়ে ভাঙার দাবি ভিত্তিহীন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজব
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা