নাটকীয় ম্যাচে ম্যানসিটিকে হারালো রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮
অ- অ+

প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ই আসে রিয়াল মাদ্রিদের নাম। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। দুইবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে প্রথমবারের মতো হারালো লস ব্ল্যাঙ্কোস।

সিটির বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর পরাজয় যখন চোখ রাঙাচ্ছিল, তখনই নাটকীয়ভাবে ম্যাচের চিত্র পাল্টে যায়। ছয় মিনিটের মধ্যে দুই গোল করে দুর্দান্ত জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। ৩-২ ব্যবধানের এই জয়ে রিয়াল এগিয়ে গেল শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে।

৩-২ গোলের জয়ে মাদ্রিদের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ এবং জুড বেলিংহ্যাম। আর সিটির হয়ে জোড়া গোল করেন আরলিং হালান্ড।

ইতিহাদ স্টেডিয়ামে বিশাল এক তিফো নিয়ে হাজির হয়েছিল ম্যানচেস্টার সিটির সমর্থকেরা। ওই তিফোর এক পাশে রদ্রিগোকে ব্যালন ডি’অরে চুমু দেয়ার ছবি, অন্য পাশে লেখা-‘তোমাদের এই কান্না এবার থামাও’। গ্যালারিতে দাঁড়িয়ে রদ্রি আবার সেই দৃশ্যই ক্যামেরাবন্দী করছেন। আর এই জিনিটাই হয়তো রিয়াল মাদ্রিদকে তাঁতিয়ে দিয়েছে।

তাই তো ইতিহাদে রিয়াল মাদ্রিদ ম্যাচটা তো জিতেছেই, বরং ক্যামেরার সামনে নিজেদের ব্যাজ দেখিয়ে ভিনিসিয়ুস মনে করিয়ে দিলেন লস ব্লাঙ্কোসদের ট্রফি ক্যাবিনেটে ১৫টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনো শোভাবর্ধন করে।

হালান্ড ম্যাচের ১৯ মিনিটে রিয়ালের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। জোসকো গার্দিওলের কাছে থেকে বল পেয়ে ২৪ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার দুর্দান্ত শটে জালে পাঠান। ভিএআর চেকের কারণে চার মিনিট দর্শকদের অপেক্ষায় থাকতে হয়। তবে শেষ পর্যন্ত গোলটি লেখা হয় ম্যানসিটির নামের পাশেই।

এমবাপে ৬০ মিনিটে রিয়ালকে সমতা ফেরান। ফ্রি-কিক থেকে ফিরতি আসা বল অদ্ভুতভাবে পায়ে লাগিয়ে ম্যানসিটির গোলরক্ষক এডারসনের ওপর দিয়ে জালে পাঠান ফরাসি তারকা।

এরপর হালান্ড ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন। এতে আবাররও লিড নেয় সিটি (২-১)। ফিল ফোডেনকে ডি-বক্সের ভেতর দানি সেবালোস ফাউল করলে সিটি পেনাল্টি পায়। হালান্ড ঠাণ্ডা মাথায় শট নিয়ে গোলরক্ষক থুবো কর্তোয়াকে ভুল দিকে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেন। এ নিয়ে ৪৯ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৪৮তম গোল করেন হালান্ড।

চলতি মৌসুসে শেষ দিকে লিড ধরে রাখতে না পারা সিটির বড় রোগে পরিণত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে শেষ ১৫ মিনিটে তারা ৭টি গোল হজম করেছে। মঙ্গলবার রাতেও ব্যতিক্রম হলো না।

৮৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকাতে ব্যর্থ হন সিটির গোলরক্ষক এডারসন। ব্রাজিলিয়ান গোলরক্ষকের হাত থেকে ফসকে যাওয়া বল পেয়ে যান সাবেক সিটি খেলোয়াড় দিয়াজ। সুযোগটি পুরোপুরি লুফে নে তিনি এবং কাছ থেকে শট নিয়ে গোল করেন। এতে ২-২ সমতায় রিয়াল।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা