চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৬| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮
অ- অ+

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। ৮ দলের এই টুর্নামেন্ট সামনে রেখে আইসিসি ঘোষণা করেছে প্রাইজমানি। অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে থাকছে বড় ধরনের চমক।

‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দেশ ছাড়ার আগে দেওয়া এই বক্তব্য নাজমুল হোসেন শান্তর। বোঝাই যাচ্ছে, বাংলাদেশ অধিনায়ক বেশ আশাবাদী। তার আশা পূরণ হলে বড় অঙ্কের অর্থই পাবে লাল সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে। ২০১৭ সালের চেয়ে এবার সেটা ৫৩ শতাংশ বেড়ে হয়েছে ৬.৯ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ কোটি ৪৫ লাখ। চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ প্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা, রানার্সআপদের জন্য ১৪ কোটি ৪৯ লাখ।

চার সেমিফাইনালিস্টের প্রতিটি পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার বা ৬ কোটি ৭৬ লাখ টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৩৫ হাজার ডলার করে। সপ্তম ও অষ্টম হওয়া দলগুলোর জন্য বরাদ্দ ১৪ হাজার ডলার করে। গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য থাকছে ৩৪ হাজার ডলার করে।

আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই নাজমুল হোসেন শান্তরা টুর্নামেন্ট শুরু করবেন। তারা যদি একটি ম্যাচও না জেতেন, তাও অর্থ পাবেন। শুধু অংশগ্রহণের জন্যই বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার ডলার বা ১ কোটি ৫১ লাখ টাকা করে।

১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই গ্রুপের দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। দুবাইয়ে ৪ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, লাহোরে দ্বিতীয়টি ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ, এর ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ভারত ফাইনালে উঠলে ম্যাচ দুবাইয়ে, অন্যথায় লাহোরে।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
পৃথিবীতে দামি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, প্রতারণার ডিজিটাল হাতিয়ার এখন
দেশের বাজারে সোনার দাম আরও বেড়ে ভরি ১৫৩৪৭৫ টাকা
শান্তি চুক্তিতে ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চাইবে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা