দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নানি-নাতনিসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯
অ- অ+

দিনাজপুরে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল পূর্ব সাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রামনগর হীরাহার গ্রামের শরীফুল ইসলামরে স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার নাতনি হুমায়রা (২ মাস)।

এ দুঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিনজন। আহত অন্য দুজন নিহত শিশু হুমায়রার মা ও খালা।

অন্যদিকে একই দিন বিকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবির ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল কিশোর সিমায়কে (১৩) ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়লে একটি ট্রাক তাকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

নিহত সিমায় ফুলবাড়ী উপজেলার পলিশিব নগর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিব্বুল পৃথক ঘটনায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতদের স্বজন জানায়, বিকাল সাড়ে চারটার দিকে রামডুবি এলাকা থেকে নার্গিস বেগম তার নাতনিকে নিয়ে অটোরিকশায় করে শহরের রামনগর হিরাহার বাসায় যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার দশমাইল মোড়ে একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তারা আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্গিস বেগম ও হুমায়রাকে মৃত ঘোষণা করেন। শিশু হুমায়রার মা হাসপাতালে চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
রাজশাহীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা