ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

ফরিদপুরের নগরকান্দায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে মুক্তি রানী দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তি রানী দাস রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি রাজবাড়ী।জানা গেছে, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে ৩০ জনের মতো বরযাত্রী নিয়ে বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুর যাচ্ছিল। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, এ দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ জন। এর মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন