সচিবালয়মুখী প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের পুলিশের বাধা, জলকামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
অ- অ+

পুলিশের বাধার মুখে পড়েছেন পদযাত্রা নিয়ে সচিবালয়ের দিকে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।

এর আগে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা। বিকাল ৩টার দিকে তারা পদযাত্রা শুরু করেন তারা। যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে।

তবে পরে সচিবালয়ের দিকে রওনা দেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ব্যারিকেড দেয়। বিকাল ৪টার দিকে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করেন। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

আজকের দিন ধরে টানা ১১ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

গত বছর তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করেন।

এর পরদিন থেকেই নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা