একযোগে চার জেলার এসপিকে বদলি

চার জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, সুনামগঞ্জ, নীলফামারী ও যশোর।
সোমবার পুলিশ সদরদপ্তরের পৃথক আদেশে তাদেরকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
চার এসপিকে বদলির আদেশে বলা হয়েছে, জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করবেন।
বদলি কর্মকর্তারা হলেন— নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান এবং কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এসএস/এমআর)

মন্তব্য করুন