রামগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর নোয়াবাড়িতে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত ৩টায় স্থানীয় সোহেলের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ সময় প্রতিবেশীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক সোহেলের স্ত্রী সুমি জানান, ‘অটোরিকশা চালিয়ে কষ্টে জীবনযাপন করে চার বছর আগে একটি ঘরটি করেছি। রাত ৩টায় হঠাৎ দেখি ঘরের কোণায় আগুন। মুহূর্তে আমি আমার ৩ বছরের ছেলে ও ৭ বছরের মেয়েকে নিয়ে বের হই। আগুনে নগদ ২০ হাজার টাকাসহ সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’
স্থানীয় ইউপি সদস্য মাওলানা সিরাজ উদ্দিন বলেন, ‘রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করে তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন