পদ্মায় নৌ পুলিশ দেখে বস্তা ভর্তি গাঁজা ফেলে পালাল কারবারিরা

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯
অ- অ+

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। তবে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটি জব্দ করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মাঝিরঘাট নৌ পুলিশের এসআই এনামুল হক তার সঙ্গীয় ফোর্স পদ্মানদীতে নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। রাতে পদ্মা সেতুর পূর্ব পাশে অবস্থান করার সময় একটি ট্রলার পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পদ্মা সেতুর পারে চলে যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ করে পুলিশ ট্রলারটির পিছু নেয়। তবে ইতিমধ্যে মাদক কারবারি পালিয়ে যায়।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘তাদের ফেলে যাওয়া

ট্রলারটি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করি।‘

বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আবুল হাশেম বলেন, ‘এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা