পদ্মায় নৌ পুলিশ দেখে বস্তা ভর্তি গাঁজা ফেলে পালাল কারবারিরা

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। তবে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটি জব্দ করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মাঝিরঘাট নৌ পুলিশের এসআই এনামুল হক ও তার সঙ্গীয় ফোর্স পদ্মানদীতে নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। রাতে পদ্মা সেতুর পূর্ব পাশে অবস্থান করার সময় একটি ট্রলার পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পদ্মা সেতুর পারে চলে যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ করে পুলিশ ট্রলারটির পিছু নেয়। তবে ইতিমধ্যে মাদক কারবারি পালিয়ে যায়।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘তাদের ফেলে যাওয়া
ট্রলারটি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করি।‘
এ বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আবুল হাশেম বলেন, ‘এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন