তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত সাত্তার মিয়াকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মঞ্জুর আলী জিয়াউর রহমানের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আশিক মিয়া (৩৫), জাফর আলী (৩০), ফজিল হক (২৬) সহ দুই পক্ষের আরও ২০ জন আহত হয়। তাদের সুনামগঞ্জ তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, সম্পত্তি ভাগ-ভাটোয়ারা নিয়ে মঞ্জুর আলী (৫০) ও অপর পক্ষ আসুক মিয়ার (৩৫) মধ্যে একাধিকবার হাতাহাতি বিচার-শালিস হয়। কিন্তু কোনো সমাধান হয়নি।

আজ সকালে সাত্তার মিয়া সম্পত্তির বিষয়টি সমাধান করার উদ্দেশ্যে মঞ্জুর আলী জিয়াউর রহমানের বাড়িতে যান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাত্তার মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আগাত করলে গুরুতর আহত হন তিনি। তার মৃত্যু হয়েছে- এলাকায় এমন প্রচার হলে সংঘর্ষ বাধে।

ঘটনার পর থেকে মঞ্জুর আলী জিয়াউর রহমানের বাড়ির লোকজন ও তাদের আত্মীয়স্বজন গা ঢাকা দেয়।

খবর পেয়ে তাহিরপুর থানা বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা