বর্ণাঢ্য আয়োজনে অজিতা মহাথের ভান্তের ৯০তম জয়ন্তি উদযাপন

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি সদ্ধর্ম রত্ন বৌদ্ধবিহারের আজীবন নীরব সাধক, আচরীয় গুরু ভদন্ত অজিতা মহাথের (ধ্যান ভান্তে) ৯০তম জন্মজয়ন্তী ও ১১তম গুরুপূজা উদযাপিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) উলুছড়ি সদ্ধর্ম রত্ন বৌদ্ধবিহার প্রাঙ্গণে এই পূজানুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে প্রথম পর্বে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত, গুরুবন্দনা, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, পিন্ডদান, অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ ধানের আয়োজন করা হয়।
এরপর কেক কেটে ভদন্ত অজিতা মহাথের (ধ্যান ভান্তে) ভান্তের জন্মজয়ন্তী ও গুরুপূজা উদযাপন করা হয়।
বিকেলে দ্বিতীয় পর্বে আবারও ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়। পরে আগত বিভিন্ন পণ্ডিত ভিক্ষুদের অংশগ্রহণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভদন্ত শাক্যপ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় ভদন্ত ধর্মানন্দ মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন।
এ সময় ভদন্ত অভয় তিষ্য ভিক্ষু, আর্যনন্দ থের, তিলক জ্যোতি ভিক্ষু, জ্ঞানবংশ ভিক্ষু, চাইন্দ্যাশ্রী ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (হেডম্যান), নিলু হেডম্যান, ভরত চন্দ্র কার্বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আধ্যাত্বিক শক্তিসম্পন্ন এই ভান্তের দর্শন ও আশীর্বাদ নিতে বিলাইছড়ি উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলা ও জেলা থেকেও হাজার হাজার পুণ্যার্থীদের ঢল নামে অনুষ্ঠানে।
ভদন্ত অজিতা মহাথের (ধ্যান ভান্তে) ভান্তে ১৯৩৫ সালে জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের কুলুক পানিছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম বয়ন্ত তঞ্চঙ্গ্যা। তার বাবা-মা স্বর্গীয় গৈরামুনি তঞ্চঙ্গ্যা ও মায়াবী তঞ্চঙ্গ্যা। তিনি ১৩ এপ্রিল ১৯৮৬ সালে প্রবজ্যা জীবন গ্রহণ করেন।
(ঢাকাটাইমস/২৩ফ্রেবুয়ারি/মোআ)

মন্তব্য করুন