বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা একজন হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গাড়ীদহ ইউনিয়নের কানুপুর গ্রামের মো. শামসুল হকের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৮)। তাকে রাত ১০টায় উপজেলা পরিষদ গেইট থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যজন শেরপুর শহর যুবলীগের সভাপতি, শেরপুর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো সভাপতি ওসকাল বাজার সিনেমা হল এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের ছেলে ফেরদৌস সরকার মুকুল (৩৮)। তাকে পৌরসভাধীন সকাল বাজার এলাকা থেকে রাত সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয়।

বিষয় নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে তোলা হবে।’

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা