সারা দেশে নানা অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা নোয়াখালীতে ঘরে ডুকে গৃহবধূ তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীকে দ্রুত চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিও জানান।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে চৌমুহনী মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শিক্ষার্থীরা চৌরাস্তায় অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, বেগমগঞ্জ কৃষি ইন্সটিটিউটের ভিপি রায়হান, বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র প্রতিনিধি সিয়াম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র প্রতিনিধি তানকির।
(ঢাকা টাইমস/২৫ফেব্রয়ারি/এসএ)

মন্তব্য করুন