অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির হানা, টস বিলম্বিত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯
অ- অ+

গত ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। শুরু থেকেই খুব সুন্দভাবে সব ম্যাচ অনুষ্ঠিত হলেও এবার বৃষ্টি হানা দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ে সময়মতো (বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়) টস হয়নি। ফলে ম্যাচ শুরু হতেও বিলম্ব হবে।

হাইভোল্টেজ লড়াই। সেমিফাইনালে পা রাখার সুযোগ দুই দলেরই। দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা জিতেছে আফগানিস্তানের বিপক্ষে, অস্ট্রেলিয়া হারিয়েছে ইংল্যান্ডকে।

টুর্নামেন্টের আগ মুহূর্তে দলের সেরা পাঁচ খেলোয়াড়কে হারিয়ে কাগজে-কলমে শক্তির বিচারে পিছিয়ে থেকেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নামে অস্ট্রেলিয়া। তবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শক্তি প্রমাণ করে অজিরা। ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩৫২ রানের টার্গেট স্পর্শ করে ৫ উইকেটের রেকর্ড জয় পায় অস্ট্রেলিয়া।

লাহোরে প্রথমে ব্যাট করে ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হন ডাকেট।

তবে বোলাররা ব্যর্থ হলেও ব্যাট হাতে জ্বলে ওঠে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। উইকেটরক্ষক জশ ইংলিশের অনবদ্য সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫৬ রান তুলে ১৫ বল বাকী থাকতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৮টি চার ও ৬টি ছক্কায় ৮৬ বলে অপরাজিত ১২০ রান করেন ইংলিশ। তার সাথে অ্যালেক্স ক্যারি ৬৯ এবং ম্যাথ শর্ট ৬৩ রান করেন। অস্ট্রেলিয়ার করা ৩৫৬ রানই এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলের সর্বোচ্চ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ভেঙ্গে অনন্য নজির গড়ে দু’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসে ভরপুর এখন অজিরা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পেতে আশাবাদি তারা।

বড় জয় দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে প্রথম আসরে শিরোপা জয় করা দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও বোলারদের দারুণ দৃঢ়তায় আফগানিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারায় প্রোটিয়ারা।

রিকেলটনের ১০৩ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২০৮ রানে অলআউট হয় আফগানিস্তান। এক প্রান্ত আগলে ৯০ রান করেও আফগানদের হার এড়াতে পারেননি রহমত শাহ। বল হাতে দক্ষিণ আফ্রিকার পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। কাগিসো রাবাদা ৩টি, লু্িঙ্গ এনগিডি ও উইয়ান মুল্ডার ২টি করে উইকেট নেন।

এখন পর্যন্ত ১১০ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা ৫৫টিতে এবং অস্ট্রেলিয়ার জয় ৫১ ম্যাচে। ৩টি ম্যাচ টাই ও ১টি পরিত্যক্ত হয়।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে তিন নারীর মৃত্যু
পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলি: র‌্যাবের অভিযানে আরও ৫ আসামি গ্রেপ্তার
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা