রানা-রিশাদদের বোলিংয়ের প্রশংসা করে যা বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৪
অ- অ+

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয় বাংলাদেশের।আসরে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্তদের।

বাংলাদেশের মতো বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানেরও। দুই দলের কার্যত নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে কোনো জয় না পাওয়া শান্তদের প্রাপ্তি এক পয়েন্ট।

বাজে পারফরম্যান্সে আরো একবার ব্যর্থতার গ্লানি মেখে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল। দল হিসেবে কোনো প্রাপ্তি না থাকলেও পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বোর সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ। সেই পুঁজি নিয়েও কিউইদের পরীক্ষা নিয়েছিলেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা।

আসরে সবমিলিয়ে বাংলাদেশের পেসাররা যে পারফর্ম করেছে তা প্রশংসা পাওয়ার দাবি রাখে। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা। তার গতি সামলাতে অনেক অভিজ্ঞ ব্যাটারও হিমশিম খেয়েছেন। যা বাংলাদেশের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। তাইতো আলাদাভাবে তার প্রশংসা করলেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, '(পেসারদের উত্থানে) খুবই খুশি। আমরা সবসময় বোলিংয়ে ধুঁকতাম। বিশেষ করে পেস বোলিংয়ে। তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। দেশে থাকা কয়েকজন পেসারও নিজেদের কাজটা দারুণভাবে করছে। অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। তাসকিন, রানা যেভাবে বোলিং করছে আমি সত্যিই আনন্দিত। এছাড়া অভিজ্ঞ মুস্তাফিজও আছে।'

পেসারদের পাশাপাশি রিশাদ হোসেনও ভালো বোলিং করেছেন। বিশেষ করে ভারতের বিপক্ষে তার লেগ স্পিনে বেশ ভুগেছে প্রতিপক্ষ। সেদিন বেশ টার্নও পেয়েছেন এই লেগি। ঘরের বাইরে তার এমন পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটে নতুন আশা দেখাচ্ছে।

রিশাদকে নিয়ে শান্ত বলেন, 'সব মিলিয়ে খুব ভালো বোলিং আক্রমণ। সবসময়ই আমাদের স্পিন আক্রমণ ভালো। এখন লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে। বোলিং খুব ভালো। আমি আশা করি তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজটা ঠিকঠাক করবে এবং দলকে সেরাটা দেবে।'

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা