গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন আগে চায় জামায়াত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪
অ- অ+

জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা জামায়াতের এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে দাবি করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কেউ কেউ ভাবে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে দেয়; তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে তো চাঁদাবাজ-মাস্তানরা জিততে পারবে না। ফলে তারা যদি কায়দা করে যাইতে পারে কেটেকুটে তাহলে আবারও পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ওগুলোও কেটেকুটে নিয়ে নেবে।’

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে; এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে বলে সমালোচনা করেন গোলাম পরওয়ার। নাগরিক দুর্ভোগ কমাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, ‘স্থানীয় সরকার সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে দিতে হবে। এসব প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা পাচ্ছে না। আর জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের খুনিদের বিচার করতে হবে। এ জন্য যতটুকু যৌতিক সময় প্রয়োজন তা দিতে জামায়াত রাজি আছে।’

জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা, অধ্যাপক আব্দুত তওয়াব, শামসুল ইসলাম বরাটী, মো. বদরউদ্দিনও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আক্তারুজ্জামান।

(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা