টেকনাফ সীমান্তে আবারও মুহুর্মুহু গোলার শব্দ, আতঙ্কে এলাকাবাসী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ০৯:১৯| আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:২০
অ- অ+

প্রায় দুই মাস পর টেকনাফ সীমান্তে আবারও মুহুর্মুহু গোলার শব্দ শোনা যাচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের সাবরাং সীমান্তসহ পৌরসভার বিভিন্ন এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।

সীমান্ত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর (জান্তা সরকার) মধ্যে তুমুল সংঘর্ষ ফের শুরু হয়েছে। এর আগে দীর্ঘ ১১ মাসের লড়াই-সংঘাতের পর ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এরপরও স্বস্তিতে নেই সশস্ত্র গোষ্ঠীটি। মাঝখানে প্রায় দুই মাস সংঘাত বন্ধ ছিল। এরপর আবারো ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ এ পারেও শোনা যাচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

মুহুর্মুহু গোলার বিকট শব্দ শোনার কথা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “সীমান্তে আমাদের দায়িত্বরত বাহিনীর মাধ্যমে খোঁজখবর রাখছি।”

তবে এ বিষয়ে সীমান্তে দায়িত্বে থাকা টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০১মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা