মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলে ফিরে এসেছেন

টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি), ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১৭:২২
অ- অ+

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হওয়া ৫৬ বাংলাদেশি জেলে ১৫ ঘণ্টা পর ছাড়া পেয়ে দেশে ফিরে এসেছেন।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন।

জানা গেছে, গতকাল বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জন জেলে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

আটকের ১৫ ঘণ্টা পর জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছান। তবে ট্রলারে থাকা মাছগুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন বলে জানান তারা।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমা থেকে ৬ ট্রলারসহ ৫৬ জেলেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা আটক করেন। বিষয়টি অন্য জেলেরা আমাদের জানালে আমরা খোঁজ-খবর নিতে থাকি। পরে ট্রলারের মালিকরাও সক্রিয় হন। আজ বৃহস্পতিবার সকালে তারা শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফেরত আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ আটক জেলেদের ছেড়ে দিয়েছে। তারা আজ ভোরে ফিরে এসেছেন।

(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা