বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি বিদ্যুৎ ঘোষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ০০:০০| আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০০:০২
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি বিদ্যুৎ ঘোষকে (৪৭) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার দুপুরে বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিদ্যুৎ ঘোষ বাড্ডা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি। গত ২০ জুলাই সকালে মধ্য বাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় তারা অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। তাদের গুলিতে আন্দোলনকারী দুর্জয় আহমেদ দৃষ্টিশক্তি হারান। দৃষ্টিশক্তি হারানো ব্যক্তি দুর্জয় আহমেদের বাসায় বিদ্যুৎ ঘোষ লোক পাঠিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেপ্তার বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অস্ত্র সরবরাহেরও অভিযোগ রয়েছে।

তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর বিদ্যুৎ ঘোষকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাড্ডা থানার এসআই অনিন্দ্য বলেন, আসামি বিদ্যুৎ ঘোষ বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা