চাঁদপুরে ভাগ্নিকে নির্যাতনের ঘটনায় মামা-মামির বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ২২:৩৯| আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২৩:১৬
অ- অ+

চাঁদপুরে পৈশাচিক নির্যাতনের শিকার রুজিনার মামা-মামির বিরুদ্ধে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেছে তার বাবা আলী আহম্মদ ভুঁইয়া। আর গুরুতর অসুস্থ রুজিনা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার দুপুরে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজিনার মামি রোকেয়া বেগমকে প্রধান আসািমি ও মামা রুবেল মোল্লাকে দ্বিতীয় আসামি করে মামলা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। তিনি বলেন, মামলা হওয়ার পরে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে দুপুরে এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পরির্দশনে আসেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন রুজিনার পরিবারের সঙ্গে কথা বলেন।

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার বিকেলে ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পেরে মাদ্রাসা রোড থেকে মেয়েটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানাতে পেরেছি মেয়েটি গত ১ বছর পূর্ব থেকে তার মামার বাসায় কাজ করে। মামাতো বোন ও ভাইকে দেখাশুনা করত। তার উপর অমানবিক নির্যাতন হয়। তাকে তার বাবা মার সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি। পুলিশ ওই মামা-মামিকে আটক করে। এই ঘটনায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা