পল্লবীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ২১:২৭| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২১:৩১
অ- অ+

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এছাড়া পল্লবী থানার একটি ছিনতাই মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে পল্লবীর বাউনিয়াবাধ, পুকুরপাড় বস্তির রবিউলের রিক্সা গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ছিনতাইকারী ছিনাতই করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অবস্থান করার সময় জনি নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা প্লাষ্টিকের হাতল যুক্ত ১০ ইঞ্চি চাকু, একটি ১০ ইঞ্চি কাঠের হাতলসহ দেশীয় প্রযুক্তিতে তৈরি চাকু, (৩) একটি ৮ ইঞ্চি দেশীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি চাকু, একটি ১২ ইঞ্চি কাঠের হাতলসহ দেশীয় প্রযুক্তিতে তৈরি চাকু, একটি ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি কাঠের হাতলসহ দেশীয় চাকু উদ্ধার করা হয়।

এছাড়া ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় রুজুকৃত পল্লবী থানার মামলায় এদিন সাগর ওরফে হাসান ওরফে বাতাস (১৯) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা