সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ১০:৫৭| আপডেট : ১১ মার্চ ২০২৫, ১২:৪৭
অ- অ+

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারের ওপর দিয়ে বালু-পাথর পরিবহনের ট্রাক থেকে চাঁদাবাজি করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

সোমবার সন্ধ্যায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু-পাথরবাহী ট্রাক চলাচল করে। এসব গাড়ি থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। তারই নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সন্ধ্যায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আলী নামে একজন নিহত ও ২০ জন আহত হন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, ‘বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কী কারণে মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?
আগামী পাঁচ দিন ঝরবে বৃষ্টি, কোথা কোথাও ভারী বর্ষণ
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা