সালথায় পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্র উল্টে কৃষক নিহত

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ১১:১৬| আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৪:৩৬
অ- অ+

ফরিদপুরের সালথায় পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে মো. ইদ্রিস হাজরা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আব্দুল লতিফ হাজরার ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার বিকালে সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে গিয়েছিলেন ইদ্রিস হাজরা। কাজ শেষে মাহিন্দ্র গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে শোলাকুন্ড মাদ্রাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে ওই মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এতে ইদ্রিস হাজরাসহ ৭ জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা