সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন ইতালি প্রবাসী ফাহামেদুল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ১৩:২৯
অ- অ+

ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে বর্তমানে সৌদি আরবে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সৌদি আরবের তায়েফে ক্যাম্প করছে তারা। সৌদি আরবের তায়েফে চলমান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম।

বাংলাদেশের ফেনী জেলার এই যুবক ইতালির চতুর্থ বিভাগ লিগে খেলেন। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রাথমিকভাবে ডাকা ৩০ ফুটবলাররের তালিকায় আছেন তিনি।

ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামিদুল বাদে বাকি ২৮ ফুটবলার নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু করেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৫ মার্চ দল নিয়ে সৌদি আরব যান কোচ। চার দিন অনুশীলনের পর সোমবার (১০ মার্চ) সৌদি সময় সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেন ফাহামিদুল।

ইতালি প্রবাসী এই ফুটবলার যোগ দেয়ায় জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় দাঁড়ালো ২৯ জন। হামজা দলের সঙ্গে যোগ দেবেন ১৮ মার্চ ঢাকায়। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের মিশন। ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ১৮ নভেম্বর।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা