জাতিসংঘে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রতিবাদ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৭:৫৭
অ- অ+

গত ১১ মার্চ জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের ওপর একটি সাইড ইভেন্টের আয়োজন করে। হিউম্যান রাইটস ওয়াচ এশিয়া রিজিওনের ডিপুটি ডাইরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী ২০২৪-এর জুলাই-আগস্ট হত্যাকাণ্ড এবং পূর্ববর্তীতে পুলিশ, র‌্যাব কর্তৃক ধরপাকড় গুম হওয়ার ওপর প্রতিবেদন উপস্থাপন করেন।

এই প্রতিবেদনে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য তৎকালীন আওয়ামী সরকারের ওপর দোষারোপ করা হয়। কিছু চিত্রে আয়নাঘর দেখানোর চেষ্টা করা হয়। প্রতিবেদটির নাম দেওয়া হয়মনসুন রেভুলুশন অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’। এ সময় গুম হওয়া একজনের পরিবারের পক্ষে সানজিদা ইসলাম নামের একজন সাক্ষ্য দেন।

প্রতিবেদন উপস্থাপন শেষ হলে এর সঙ্গে দ্বিমত করেন কয়েক দর্শক। সভাস্থলে উপস্থিত জমাদার নজরুল ইসলাম, শ্যামল খান খলিলুর রহমান এ ব্যাপারে মীনাক্ষী গাঙ্গুলীর সঙ্গে কথা বলেন এবং প্রতিবেদনটি একপেশে, ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বলে উল্লেখ করেন। তারা যুক্তি-প্রমাণ দিয়ে প্রতিবেদনটি সংশোধন করার দাবি জানান।

যুক্তিতর্ক শেষে মীনাক্ষী গাঙ্গুলী তাদের যুক্তির পক্ষে প্রমাণপত্র তার ইমেইলে পাঠানোর অনুরোধ জানান এবং তিনি আলোচিত বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার প্রতিশ্রুতি দেন।

(ঢাকাটাইমস/১৪মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা