গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু, মা চিকিৎসাধীন 

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৯:৩৩
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারোকান্দ্রি কেওতা বালিয়াপাড়া গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া মা-ছেলের মধ্যে ছেলে মোজাম্মেল হকের (৫৫) মৃত্যু হয়েছে। মা জরিনা বেগুম (৭৫) হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (১৬ মার্চ) ঢাকা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়।

মোহাম্মদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরনবী হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতের পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, গত (১১ মার্চ) ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঘরের ভেতরে রান্না করতে যান মা জরিনা বেগুম। এ সময় গ্যাসের সিলিন্ডারে আগুন জ্বালানোর চেষ্টা করলে তা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন জ্বলে ওঠে। তখন ঘরের ভেতরে থাকা মা-ছেলে দুজনই দগ্ধ হন। ঘরের সব আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মা ও ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভানোর পাশাপাশি আহত মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে রোগীর অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

পরে ঢাকা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে মা- ছেলেকে ভর্তি করানো হলে আজ (১৬ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় ছেলে মোজাম্মেল হকের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৬মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা