যশোরে সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

যশোরে চার বছর বয়সি এক শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হাসান (১৯)।
সোমবার দুপুরে যশোরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহান গ্রেপ্তারের তথ্য জানান।
তিনি জানান, যশোর কোতোয়ালি মডেল থানাধীন শফিউল্লার মোড় মোর্শেদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগী নারী। রবিবার রাতে তিনি বাসায় অবস্থানকালে তার পূর্ব পরিচিত ভাইয়ের বন্ধু মো. হাসান বাসায় আসেন এবং ফোন চার্জে লাগান। তখন বাদী পাশেই অবস্থিত রান্না ঘরে চলে যান এবং তরকারি কাটতে শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই বাদী পাশের রুম থেকে তার চার বছরের শিশু কন্যার কান্নার আওয়াজ শুনতে পায় এবং দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পায় যে হাসান তার শিশু কন্যার গলায় ধারালো ছুরি ধরে রেখেছেন। এমতাবস্থায় বাদী তার মেয়েকে উদ্ধার করতে গেলে আসামি তাকে জাপটে ধরেন এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন ও ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে আসামির হাতে থাকা চাকু দ্বারা বাদীর বাম হাতের কবজির নিচে আঘাত করলে তিনি আহত হন।
পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় মামলা হয় এবং এর দুই ঘণ্টার মধ্যে মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে জখম কাজে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা গেঞ্জি উদ্ধার করা হয়। এছাড়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/১৭মার্চ/এলএম/এসএ)

মন্তব্য করুন