মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ১৫:৩৯| আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৬:০৮
অ- অ+

কক্সবাজারের মহেশখালী থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার পশ্চিম চরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অভিনব কায়দায় জঙ্গলের ভেতর লুকায়িত অবস্থায় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়। সেগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা