বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী মেক্সিকোর প্রেসিডেন্ট

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ২২:১৭
অ- অ+

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

এসময়, রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণও জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ২০২৫ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৫০তম বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও মেক্সিকোর বাণিজ্য, সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের এই মাইলফলক, বিদ্যমান সহযোগিতা আরও গভীর করতে একটি মূল্যবান সুযোগ নিয়ে এসেছে।

রাষ্ট্রদূত শাইনবাউমকে ঢাকায় মেক্সিকান দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানান এবং ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।

এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকান সরকারের সহায়তার আশ্বাস দেন।

ঐতিহাসিক জাতীয় প্রাসাদ, প্রেসিডেন্টর কার্যালয় ও মেক্সিকোর প্রেসিডেন্টের সরকারি বাসভবন পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

(ঢাকাটাইমস/২০মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা