ঈদের আগে ৪ দলের সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে। ঈদের আগে কমপক্ষে চারটি দলের সাথে সংলাপে বসবে কমিশন। ঈদের পরে পর্যায়ক্রমে বাকী দলগুলোর সাথে আলোচনা হবে।
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির আলী রীয়াজ এ কথা জানান। শেরেবাংলা নগরে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ড. আলী রীয়াজ আরো জানান, বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালার ওপর সুনির্দিষ্ট মতামত জানতে ৩৮টি রাজনৈতিক দলের নিকট চিঠি পাঠানো হয়েছে এবং ১৬টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে ।
সময় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশীয় কর্মসূচির পরিচালক পিয়েরে প্রাকাশ এবং প্রতিষ্ঠানটির মায়ানমার ও বাংলাদেশীয় সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২০মার্চ/এমআর)

মন্তব্য করুন