ঝালকাঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠির সদর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃণমূলের মানুষের সঙ্গে খোলা মাঠে ইফতার করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে উপজেলার সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও কয়েক হাজার মানুষ।
সদর উপজেলার ২নং ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
(ঢাকাটাইমস/২২মার্চ/এমআর)

মন্তব্য করুন