সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৫:৪০| আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৫:৪১
অ- অ+

সিরাজগঞ্জের রায়গঞ্জের চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল বৈকন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এর আগে, গত (১৬ মার্চ) রাত ১০টা ১০ মিনিটে বৈকন্ঠপুর বাজার এলাকা থেকে রিয়াজ উদ্দিন সেখ, হৃদয় সেখ সম্পর্কে চাচা-ভাতিজা নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে গত (১৭ মার্চ) রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে। পরে (২০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানগড়া-পাঙ্গাসী সড়কের বৈকণ্ঠপুর দক্ষিণে ভেড়াদহ ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় চাচা-ভাজিতার লাশ ভেসে উঠে।

পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট প্রস্তুতি শেষে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে র‌্যাব-১২’র অভিযানে বহুল আলোচিত ক্লুলেস মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের রায়গঞ্জ থানায় পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা