পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৮:০৫
অ- অ+

সুপেয় পানি নিশ্চিতে পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি জানিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলবাসী।

শনিবার বিশ্ব পানি দিবস উপলক্ষে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি ও স্থানীয় জনগোষ্ঠী আয়োজিত ‘বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের পানির অধিকার নিশ্চিতকরণে করণীয় শীর্ষক জনমতামত অনুষ্ঠানে এই দাবি জানানো হয়।

উপকূলীয় অঞ্চলে পানির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পানি পণ্য নয়–অধিকার। প্রত্যেকের উচিত পানির অপচয় রোধ করা, বৃষ্টির পানি সংরক্ষণ করা এবং দূষণ কমানোর জন্য উদ্যোগ নেওয়া। স্থানীয় প্রাকৃতিক খাল, দীঘি, পুকুর উন্মুক্ত রাখা এবং পুনঃসংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা। টেকসই ভবিষ্যতের জন্য পানির সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে সচেতন হতে হবে, পানি সংরক্ষণে উদ্যোগ নিতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুলতলী কৃষক সংগঠনের সভাপতি সুজিত সরদার।

আরও উপস্থিত ছিলেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সবুজ সংহতি'র সদস্য সরমা রানী, সুজাতা রানী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি গৌতম মণ্ডল প্রমুখ।

(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা