‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৮:১৩
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, তারেক রহমানের নির্দেশ জনগণের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে হবে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাথরঘাটা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১২টি দোকান পরিদর্শনকালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আজাহারুল ইসলাম প্রমুখ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর কাছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান তুলে ধরেন। এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী ব্যবসায়ীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গত বুধবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন বাজারের সিকদার ও চেয়ারম্যান মার্কেটে ছড়িয়ে পড়ে। মির্জাপুর ও পাশের সখীপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজরের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ব্যবসায়ীদের দাবি।

(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা