‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, তারেক রহমানের নির্দেশ জনগণের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে হবে।
শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাথরঘাটা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১২টি দোকান পরিদর্শনকালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর কাছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান তুলে ধরেন। এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী ব্যবসায়ীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গত বুধবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন বাজারের সিকদার ও চেয়ারম্যান মার্কেটে ছড়িয়ে পড়ে। মির্জাপুর ও পাশের সখীপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজরের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ব্যবসায়ীদের দাবি।
(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

মন্তব্য করুন