নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৬ দোকান

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নাননগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে হঠাৎ হোরনের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে মাইজদী ও সুবর্ণচরের ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু তার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে একটি কাপড়ের দোকান, তিনটি চায়ের দোকান, একটি মুরগির দোকান, তিনটি মুদি দোকানসহ ১৬টি দোকানে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে যায়।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এজে)

মন্তব্য করুন