সংস্কার সুপারিশের ১১৩টির সঙ্গে একমত এনসিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৭:৩২
অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিটি বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের যে সুপারিশ করেছে এর মধ্যে ১১৩টিতে একমত হয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা বলেছে, যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আর সংবিধানের সঙ্গে সম্পর্কিত সুপারিশগুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন হবে।

আজ রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার।

এ সময় দলটির সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন, জাবেদ রাশিম, আরমান হোসাইন ও সালেউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে এনসিপি ১১৩টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জানিয়ে সারোয়ার তুষার বলেন, তারা ২৯টি প্রস্তাবের বিষয়ে আংশিকভাবে একমত হয়েছেন। স্প্রেডশিটে মতামত জানানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে তারা মন্তব্য করেছেন- কেন একমত হননি।

এনসিপি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার হতে হবে বলে মত দিয়েছে। তাদের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হতে পারে। একটা পর্যায়ে গিয়ে এই সরকারের প্রয়োজন হবে না। সংবিধানে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই কাউন্সিলে এই দায়িত্ব নিতে পারে।

দুই কক্ষবিশিষ্ট সংসদদের বিষয়ে একমত পোষণ করে এনসিপি বলেছে, তবে নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী কারা, তা দলগুলোকে ঘোষণা করতে হবে। কারণ, নির্বাচনে একজন ভোটার একটি ভোট দেবেন। তার জানার অধিকার আছে উচ্চকক্ষে কারা যাচ্ছেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে তা বাধ্যতামূলক না করার প্রস্তাব করেছে এনসিপি।

(ঢাকাটাইমস/২৩মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা